ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আপাতত রাস্তায়ই স্বপ্ন বুনছেন ব্যবসায়ীরা

তামিম মজিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
আপাতত রাস্তায়ই স্বপ্ন বুনছেন ব্যবসায়ীরা রাস্তায়ই চলছে বিকিকিনি/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: গুলশান-১ নম্বর ডিএনসিসি কাঁচা বাজার ও সুপার মার্কেটের আগুনে পুড়ে সর্বস্ব হারানো কাঁচামাল ব্যবসায়ীরা ফের স্বপ্ন বুনতে শুরু করেছেন। তবে বড় মার্কেট নয়, মার্কেটের সামনের চিপা রাস্তায় অল্প পুঁজি দিয়ে মাল কিনেই ব্যবসা শুরু করেছেন ক্ষতিগ্রস্ত কাঁচামাল ব্যবসায়ীরা।

ক্রোকারিজ, শিশু পণ্যসহ অন্য সব ব্যবসায়ীদের ভাসমান অবস্থায় পণ্য সাজানো বা বিক্রির সুযোগ নেই, তাই মার্কেট সংস্কার করা না পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই তাদের।  

সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, কাঁচামালের পসরা সাজিয়ে বসেছেন ৮-১০ জন ব্যবসায়ী।

তবে খুব বেশি আইটেম নেই। ক্রেতারাও তেমন একটা নেই।  

ব্যবসায়ীরা জানান, পেটের তাগিদেই অল্প টাকার মাল কিনে ভাসমান অবস্থায় ব্যবসা শুরু করেছেন। আগুনে পোড়ার দু’দিন পর সোমবার (১ এপ্রিল) থেকে প্রথম মাল নিয়ে বসেছেন, তবে ক্রেতা তেমন আসছেন না।  

ডিএনসিসি সবজি বাজার এখন রাস্তায়ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ মার্কেটে ব্যবসা করতেন মো. আল আমিন। তার দোকানের নাম ছিল মেসার্স আল আমিন ভেজিটেবল স্টোর। বিকিকিনি কেমন চলছে জানতে চাইলে আল আমিনের সোজাসাপ্টা কথা, 'ভাই বসলাম মাত্র, দেখি কাস্টমার আসে কিনা। যে ক'জনই আসে, তা-ই লাভ। ’

আরেক কাঁচামাল ব্যবসায়ী আবুল বাশার বলেন, যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে, এখন ঘুরে দাঁড়াতে হবে।  

মার্কেটের সামনে কাচাঁমালের পাশাপাশি ফল নিয়ে বসেছেন মো. ইয়াছিন। তিনিও পুড়ে যাওয়া ডিএনসিসি কাঁচা মার্কেটে ফলের ব্যবসা করতেন। মো. ইয়াছিন ফ্রুট শপের এ স্বত্বাধিকারী বলেন, খুব অল্প মাল এনেছি, কারণ পুঁজি নেই।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।