ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ বাদ দিলে উন্নয়ন টেকসই হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
পরিবেশ বাদ দিলে উন্নয়ন টেকসই হবে না পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সেমিনার/ছবি: শাকিল

ঢাকা: ঢাকা মহানগরীর প্রতি একর জায়গায় বাস করে ১২১ জন। আর বস্তি এলাকায় প্রতি একরে থাকেন ৮৫০ জন মানুষ। এই ঘিঞ্জি অপরিচ্ছন্ন পরিবেশে বাস করে প্রতিনিয়ত রোগ-ব্যাধির শিকার মানুষেরা আরও চাপ বাড়াচ্ছে সামগ্রিক স্বাস্থ্যসেবার উপর। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক সেমিনারে একথা বলেন বক্তারা।

নিম্ন আয়ের মানুষের জন্য একই সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ঘটাতে না পারলে দেশের চলমান উন্নয়নকে টেকসই করা সম্ভব না বলে মনে করছেন বক্তারা।



পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বস্তিতে থাকা মানুষেরাই শহরটাকে চালাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। কিন্তু রাষ্ট্র তাদের উন্নয়নে তেমন ভূমিকা রাখছে না। তাদের বেঁচে থাকা ও সুস্থ থাকার উপরই শহরের অনেক কিছু নির্ভর করছে।

অনুষ্ঠানে এ গবেষণার উদ্বৃতি দিয়ে বলা হয়, বস্তিবাসীদের আয়ের ৭৪ শতাংশ খরচ হয়  চিকিৎসা বাবদ। এ ব্যাপারে অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশয়েনের সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে একেবারে প্রাথমিক পর্যায়ে। তাহলে অর্ধেকের বেশি রোগ-ব্যাধি এড়ানো যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেনিন চৌধুরি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের এম এ আজিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।