পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন
ঢাকা: ব্রেক্সিটের পরেও বাংলাদেশকে ইবিএ (অস্ত্র ছাড়া সকল পণ্য) রপ্তানি সুবিধা দেওয়ার জন্য যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে এক বৈঠকে তিনি স্বাগত জানান।
শুক্রবার (৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (০৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।
বৈঠকে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ব্রেক্সিটের পরেও বাংলাদেশকে ইবিএ (অস্ত্র ছাড়া সকল পণ্য) রপ্তানি সুবিধা দেওয়ার জন্য যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানান ড. এ কে আবদুল মোমেন।
বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র মন্ত্রী। এ সময় ব্রিটিশ হাইকমিশনার জানান, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা দেবে যুক্তরাজ্য।
বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
টিআর/জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।