ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায় আসছেন শনিবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায় আসছেন শনিবার যুক্তরাজ্যের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড

ঢাকা: যুক্তরাজ্যের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড শনিবার (৬ এপ্রিল) দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে তিনি উচ্চ শিক্ষা, সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দেবেন। শুক্রবার (৫ এপ্রিল) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্ক ফিল্ড ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

ঢাকা সফরকালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার বিষয়ে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা করবেন তিনি। এছাড়া আসন্ন ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে তিনি ক্রিকেট দলের সঙ্গেও বৈঠক করবেন।  

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।