রোববার (৭ এপ্রিল) প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করে এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রী ও পণ্য পরিবহনে বুড়িগঙ্গা নদীতে ক্যাবল কার নির্মাণ করবে সরকার।
কেরানীগঞ্জবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রতিমন্ত্রীর এ ঘোষণা। বুড়িগঙ্গার উপর দিয়ে ক্যাবল কার নির্মিত হলে নদীর উপর চাপ অনেকটা কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশী ক্যাবল কারে চড়ে বুড়িগঙ্গার সৌন্দর্য অবলোকন করা যাবে।
স্থানীয় তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া বলেন, বুড়িগঙ্গার উপর দিয়ে ক্যাবল কার নির্মাণ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এতে বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনা কমে যাবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে বুড়িগঙ্গা নদী তার প্রাণ ফিরে পাবে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ