একই সঙ্গে মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পয্যন্ত ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪র্থ তলার সিএসই বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
৭ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কায্যক্রম বর্জন, প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনশন ও অবস্থান ধর্মঘট, গণস্বাক্ষর কর্মসূচি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ।
এর আগে, দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত রোববার শিক্ষার্থীরাও ওই শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনে নামে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে তার বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়া ছাড়াও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ