বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নার্সিং শিক্ষা ধ্বংসের নামে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বংসের ষড়যন্ত্র রুখতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে ‘সকল স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা আছে, কিন্তু সকল শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য নাই, কারিগরি শিক্ষা বোর্ড স্বাস্থ্য ক্ষেত্রে চাই না, চলো চলো মানববন্ধনে, কারিগরিদের দমনে, কারিগরিদের তাড়াতাড়ি হটাও, যোগ্য নার্সদের কমপ্রিহেনসিভ বসাও, রোগীর জীবন নিয়ে খেলা নয়, কারিগরি আর নার্স এক নয়’ শীর্ষক প্লেকার্ড নিয়ে সারা দেশের সহস্রাধিক ডিপ্লোমা নার্সিং কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লিজা আক্তার, মহাসচিব রাকিব হোসেন, শিক্ষার্থী রুহুল আমিন, গাজী আনোয়ার, মানোয়ার হোসেন ও নূরে জান্নাত প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবীর কোনো দেশেই স্বাস্থ্য ক্ষেত্রে সনদ দেয়ার ব্যাপারে কারিগরি শিক্ষা বোর্ডের যোগ্যতা নেই। অথচ বাংলাদেশে আইনের পাশ কাটিয়ে ‘নার্স ডিপ্লোমা কোর্স’ পরিচালনা করছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষার্থীরা এসএসসি পাস করে নার্স হওয়ার যোগ্যতা রাখে না। তারা বুয়ার কাজের যোগ্য, নার্স হওয়ার যোগ্য নয়।
সেসময় কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা নার্সিং কোর্স বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
টিএম/এসএ