বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে বিষয়টি জানান সংস্থাটির চেয়ারম্যান মো. মঈন উদ্দিন সেলিম।
এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) দিনগত রাতে সংস্থাটির চেয়ারম্যান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এরপর বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা সাত ঘণ্টা রাঙামাটি বিভিন্ন উপজেলায় বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। ফলে এ রুটের সাধারণ যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি।
এ ব্যাপারে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বাংলানিউজকে বলেন, ধর্মঘট পালন করা নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবির কথা শুনেছি। তাদের বুঝানোর পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া কথা জানিয়েছেন।
** কাপ্তাই হ্রদে স্পিডবোট চলার প্রতিবাদে নৌ ধর্মঘট
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসআরএস