ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি

এম রবিউল ইসলাম রবি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
ঝিনাইদহে টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি

ঝিনাইদহ: কল চাপলে পানি উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু চাপ ছাড়াই কলে পানি আসছে ঝিনাইদহের একটি টিউবওয়েলে।

 আর এটি দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পার শ্রীরামপুর গ্রামে এমন দুটি টিউবওয়েলের সন্ধান মিলেছে। টিউবওয়েলগুলো থেকে টানা চার মাস ধরে অনবরত পানি বের হচ্ছে। সেই পানি নিয়ে হাত, মুখ ধোয়া, গৃহস্থালির কাজসহ ব্যবহার করা হচ্ছে সব কাজে।

স্থানীয় জানায়, কালীগঞ্জ উপজেলার পার শ্রীরামপুর গ্রামের পালপাড়ার রাস্তা পাশে চিত্রা নদীর ধারে গৃহস্থালির কাজের জন্য দুটি টিউবওয়েল স্থাপন করে স্থানীয় দুই বাসিন্দা। গত চার মাস আগে থেকে দুটি টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। প্রথমে বিষয়টি অবাক লাগলেও এখন অনেকের কাছে তা স্বাভাবিক। অনেকে আবার প্রথম দেখে হতবাক হচ্ছে।

পথচারী, পার্শ্ববর্তী এলাকার মানুষ এসে এমন পানি উঠা দেখে অবাক বনে যাচ্ছে। স্থানীয় পাল সম্প্রদায় তাদের কাজে ব্যবহারের জন্য সেই পানি ব্যবহার করছেন। হাতল চাপতে হচ্ছে না তাই কষ্টও অনেকটা লাঘব হয়েছে।

শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, চার মাস ধরে অটো পানি বের যাচ্ছে। বিগত চার মাস দুটি টিউবয়েল থেকে এভাবেই একটানা পানি উঠছে। কোনো প্রকার চাপ দেওয়া লাগে না। একেবারে অটো পানি উঠছে। প্রয়োজনীয় খাবার পানি এখান থেকে অনেকেই নিয়ে যাচ্ছেন। অনেকেই গোসল করছেন এখানে।

একই গ্রামের জসিম হোসেন জানান, এই গ্রামে বেশ কিছু কুটির শিল্প রয়েছে। যারা শিল্পর কাজ করে এরা এই পানি নিয়ে কাজ করে তাদের হাতল চেপে পানি তুলতে হয় না। অটো পানি ওঠার কারণে তাদের কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। চাপ দিয়ে পানি তুলতে হলে তাদের একটু কষ্ট হয়।

টিউবওয়েলের মালিক রনজিত কুমার জানান, আমাদের টিউবওয়েল চাপা লাগে না, একটানা চার মাস ধরে এভাবেই পানি উঠছে। চাপা লাগে না। এই পানি খাওয়ার উপযোগী। তাই অটো পানি দিয়ে খাওয়া দাওয়াসহ সব কাজ কর্ম করা হচ্ছে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় বলেন, গ্যাসজনিত বা পানির স্তরের ঊর্ধ্বমুখী চাপের কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে সরেজমিনে পরীক্ষা নিরীক্ষা করলে নলকূপে হাতলের চাপ ছাড়াই কেন পানি বের হচ্ছে তা জানা যেতো।

প্রসঙ্গত, কালীগঞ্জ-জামতলা সড়কের পারশ্রীরামপুর গ্রামের পালপাড়ায় স্থানীয় বাসিন্দা রনজিত গত বছর ও অনিল কয়েক বছর আগে টিউবওয়েল দুটি স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।