শনিবার (১৩ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত পূণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশ নিয়।
জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও বিভিন্ন যানবাহন করে পূণ্যার্থীরা এ উৎসবে এসেছেন।
প্রতি বছরের ন্যায় এবারও এ উৎসবের আয়োজন করে হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ।
স্নানঘাটে পূণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সন্তোষ চন্দ্র মোদক প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সরকার বাংলানিউজকে বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেছেন।
এদিকে, পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি ও কাচারি মাঠ ও রামপুর বাজারে বসেছে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিপি