ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় পার্টির এমপি জিন্নাহকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
জাতীয় পার্টির এমপি জিন্নাহকে দুদকে তলব সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ

ঢাকা: ক্ষমতার অপব্যবহার ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ এপ্রিল) দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম এ তলবি নোটিশ পাঠান। নোটিশে তাকে ২৪ এপ্রিল সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

এতে বলা হয়, কমিশন আইনের ১৯ ও ২০ ধারা অনুযায়ী এবং কমিশন বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারি দণ্ডবিধির ১৬০ ধারা মতে অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণের জন্য সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাজির হতে অনুরোধ করা হলো।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।