ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের ২০ বছর পূর্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের ২০ বছর পূর্তি উদযাপন মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের ২০ বছর পূর্তি অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: সুস্থ নাট্যচর্চার অঙ্গীকারে গৌরব ও সাফল্যের ২০ বছর পূর্তি উদযাপন করলো মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেল।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নানা আয়োজনে ২০ বছর পূর্তি উদযাপন করে সংগঠনটি।  

অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমি দর্শক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থিয়েটার সার্কেলের অনুষ্ঠান উপভোগ করেন।

এ সময় ফুলদিয়ে এবং সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন বিভিন্ন সংগঠনের নেতারা। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত পরিবেশন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা।  

এ সময় থিয়েটার সার্কেলের প্রতিষ্ঠাতা নাট্যকার, নির্দেশক ও সংগীত শিল্পী শিশির রহমান, সংগঠনের সাবেক সভাপতি সাবেরা আক্তার ছবি, বর্তমান কমিটির সভাপতি সাব্বির হোসাইন জাকির, সহ-সভাপতি জয়া দাস শিখা, মোজাম্মেল হোসেন সজল, সাধারণ সম্পাদক আল-মামুন, সুদীপ দাস দ্বিপ, জিতু চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

তারা সংস্কৃতিতে মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যকে ধরে রেখে প্রতিটি সংগঠনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।