ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রুনেই সফর নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
ব্রুনেই সফর নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ঢাকা: তিন দিনের ব্রুনেই সফর নিয়ে শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

গত ২১ এপ্রিল সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের ব্রুনাই সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে দেশটির সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে ব্রুনেইয়ের সুলতান দু’দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে মাইলফলক হিসেবে মন্তব্য করেন।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুলতান হাসানাল বলকিয়ার উপস্থিতিতে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশুসম্পদ, জ্বালানি খাতে ৬টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ- ব্রুনেই। এছাড়া দু’দেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণ বিষয়ে একটি কূটনৈতিক নোটও বিনিময় হয়েছে।

সফরের শেষ দিন সকালে ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনের নতুন চান্সেরি ভবন ও দূতাবাস কর্মকর্তাদের জন্য আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

তিন দিনের সফর শেষে ২৩ এপ্রিল সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯

এসএ/ এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।