ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্নীতির কারণে গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
দুর্নীতির কারণে গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প স্থগিত

কুষ্টিয়া: গড়াই নদী খনন ও পুনরুদ্ধার প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় চলমান খনন প্রকল্প স্থগিত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর দুইটায় কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর উৎসমুখ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গড়াই নদী আমি দেখেছি, আমি নিজেই খুব দুঃখ পেয়েছি।

গড়াই খনন প্রকল্প যেভাবে বাস্তবায়ন হচ্ছিল, সেটা মোটেই কাঙ্খিত নয়। বর্তমানে এ নদীটি একটা নালার মতো সংকীর্ণ হয়ে আছে। এভাবে ১০-২০ মিটার চওড়া নালা নয় বরং এর নাব্যতা রক্ষায় ৩০০ মিটার প্রশস্ত করে খননসহ পদ্মার পানি প্রবাহে সংযুক্ত করা হবে। এ লক্ষে এই প্রকল্পের জন্য নির্ধারিত তিনটি ড্রেজারের সঙ্গে আরও দুইটি যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে।  

তিনি আরও বলেন, সরকারের এ প্রকল্পে বরাদ্দকৃত কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে অদ্যবধি হতাশাজনক খনন চিত্রের জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

এরআগে, বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজ মিলনায়তনে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আসলাম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী পিযুষ কুণ্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সাধারণ সম্পাদক আজগর আলী, জিপি অ্যাভোকেট আকতারুজ্জামান মাসুম, সহ-সভাপতি মোরশেদুল আলম মধু, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।