ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত। 

আর্থিকভাবে অসচ্ছল মানুষের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করে বিচারের পথ সুগম করতে শেখ হাসিনা সরকার ‘জাতীয় আইনগত সহায়তা’ আইন প্রণয়ন করেছেন। ফলে এদেশের অসংখ্য মানুষ এই আইনের সুবিধা পাচ্ছেন।

 

রোববার (২৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস-উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।  

দিনাজপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আজিজ আহমদ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো. মাহফুজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস, পিপি মো. আজিজুল ইসলাম জুগলু, সরকারি কৌসুলি মীর মো. ইউসুফ আলী, স্পেশাল জজ (জেলা জজ) মো. মাহমুদুল করিম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আয়েজ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নুরুজ্জামান জাহানী ও  সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকার।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিরুজুল ইসলাম ফিরোজ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে দিনাজপুর জজশিপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকতাগণ, জেলা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী বিজ্ঞ আইনজীবী এবং বিচার প্রার্থী জনগণ উপস্থিত ছিলেন।  

এর আগে সকাল সাড়ে ৯টায় আদালত প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে বর্ণ্যাঢ র‌্যালি ও লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।  

আলোচনা সভা শেষে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ উপলক্ষে প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা সেরা প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মো. রইসউদ্দীনকে সম্মাননা স্মারক দেন।

বাংলাদেশ সময়: ১৯০৫, এপ্রিল ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।