মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তারা ঘেরাও করে বিদ্যুৎ অফিস। পরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর আশ্বাসে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে গ্রাহকরা।
বসুনিয়াপাড়া গ্রামের আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিদ্যুতের লো-ভল্টেজের কারণে আমাদের বিভিন্ন সম্যায় পড়তে হচ্ছে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে বার বার বলার পড়েও তারা ব্যবস্থা নেয়নি তাই আমরা এ ঘেরাও কর্মসূচি পালন করি।
জলাপাড়া গ্রামের আব্দুল হাকিম বাংলানিউজকে বলেন, ফ্যান তো দূরের কথা রাতে বাতিও ঠিকমত জ্বলে না। এতে করে তিনটি গ্রামের বিদ্যুৎ গ্রাহক বিভিন্ন সমস্যায় পড়েছি। তাই আমরা এ কর্মসূচি পালন করি। পরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর আশ্বাসে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়।
নেসকোর পঞ্চগড় বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আসনাব জামান বাংলানিউজকে জানান, শিগগির লো-ভল্টেজের সমস্যার সমাধান করা হবে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরএ