ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রাক উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ১, ২০১৯
লালপুরে ট্রাক উল্টে চালক নিহত

নাটোর: নাটোরের লালপুর উপজেলার গুদরা এলাকায় ইটভাটার মাটি ভর্তি ট্রাক উল্টে তারেক হোসেন (২২) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক জেলার বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে বলেন, কদমচিলান ইউনিয়নের গুদরা এলাকায় মেসার্স এসএমকে ইটভাটায় মাটি দিতে মাটি বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিলেন তারেক। এসময় অসাবধানতাবশত গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারেক।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়না-তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।