ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘প্রীতিলতা নারীদের সাহসী হতে শিখিয়েছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, মে ৫, ২০১৯
‘প্রীতিলতা নারীদের সাহসী হতে শিখিয়েছেন’ বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: প্রীতিলতা ওয়াদ্দেদার নারীদের সাহসী হতে শিখিয়েছেন। স্বাধীনতা কত দামি ছিল, তা অর্জনে জীবন উৎসর্গ করতে হবে, সেটি আমাদের তিনি শিখিয়েছেন। মেয়েদের মনের মধ্যে পরিবার, সমাজ বা রাষ্ট্র থেকে প্রীতিলতাকে ধারন করলে আমাদের দেশপ্রেম বেড়ে যাবে বহুগুনে।

রোববার (০৫ মে) জাতীয় প্রেসক্লাবের ভোরের কাগজ আয়োজিত ‘প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯৮তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রীতিলতা আমাদের নারী সমাজকে উৎসাহ দিয়েছেন।

স্বাধীনতা অর্জনে নারীর অংশগ্রহণের উৎসাহদাতা ছিলেন প্রীতিলতা। তিনি (প্রীতিলতা) আমাদের সাহসিকতা শিখিয়েছেন। তিনি দেখিয়েছেন স্বাধীনতা অর্জন এমনিতে আসে না, তা অর্জনে জীবন দিতে হয়, পুরুষের সঙ্গে নারী সমাজের অংশ থাকতে হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এদেশকে আরও এগিয়ে নিতে হবে। আমরা যদি দেশকে একটি সত্যিকারের সুখি, সমৃদ্ধ দেশে পরিণত করতে পারি তবেই প্রীতিলতার জীবন স্বার্থক হবে।

সিনিয়র রিপোর্টার শরীফা বুলবুলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং স্মারক বক্তৃতা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. কাবেরী গায়েন।

বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, নারী আন্দোলনের নেত্রী ও সংসদ সদস্য শিরীন আক্তার, মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস, কথা সাহিত্যিক ডা. আনোয়ারা সৈয়দ হক, লাকু আক্তার, নাজমুন নাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ০৫, ২০১৯
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।