ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৫ গুণী পেলেন শিল্পকলা সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মে ৬, ২০১৯
বরিশালে ১৫ গুণী পেলেন শিল্পকলা সম্মাননা মঞ্চে ১৫ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ আবদান রাখার জন্য বরেণ্য ১৫জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (০৫ মে) বিকেলে জেলা শিল্পকল্প একাডেমির উদ্যোগে বরিশালের অশ্বিনী কুমার হলে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীজনদের উত্তরীয়, সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়ার রহমানের সভাপত্বিতে অন্যনার মধ্যে বক্তব্য রাখেন-নাট্যজন সৈয়দ দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন- জেলা কালচারাল কর্মকর্তা মো. হাসানুর রশীদ।

জেলা কালচারাল কর্মকর্তা মো. হাসানুর রশীদ বাংলানিউজকে জানান, ২০১৩ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলার পাঁচজন বরেণ্য গুণী শিল্পীকে সম্মাননা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমি, বরিশালের আয়োজনে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের তিন বছরের মোট ১৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হবে।

তারা হলেন-২০১৬ সালে সুধীর ঠাকুর (যাত্রাশিল্প), আবদুর রশিদ খান (লোকসংস্কৃতি), মিজান খসরু (নাট্যকলা), দিলীপ নট্ট (যন্ত্রসঙ্গীত), সন্তোষ কুমার কর্মকার (কণ্ঠসঙ্গীত)।

২০১৭ সালের জন্য  লুৎফ-এ-আলম (নৃত্যকলা), মিঞা আব্দুল মান্নান (নাট্যকলা), আলেয়া বেগম আলো (যাত্রাশিল্প), ললিত কুমার দাস (যন্ত্রসঙ্গীত), বিশ্বনাথ দাস মুন্সী (কণ্ঠসঙ্গীত) এবং ২০১৮ সালে মুকুল কুমার দাস (কণ্ঠসঙ্গীত), এমএ হাদী (যাত্রাশিল্প), মো. শাহনেওয়াজ (নাট্যকলা), জগন্নাথ দে (চারুকলা), অরবিন্দ কুমার নাগ (যন্ত্রসঙ্গীত)।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।