ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাবিতে স্থাপিত হলো সূর্য সেনের ম্যুরাল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, মে ৬, ২০১৯
ঢাবিতে স্থাপিত হলো সূর্য সেনের ম্যুরাল .

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্য সেন হলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা সূর্য সেনের নবনির্মিত ম্যুরাল স্থাপন করা হয়েছে। 

রোববার (৫ মে) হলের সম্মুখভাগে এ ম্যুরাল উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একই সঙ্গে উপাচার্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ৩৩টি ডাস্টবিন প্রদান ও হলে বিশুদ্ধ পানির জন্য ১৯ টি যন্ত্রেরও উদ্বোধন করেন।

এরপরে হল মেস নেক্সাস মিলনায়তনে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন।  

ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্যরা হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের প্রাণ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে তাদেরকে আরো বেশি বেশি এগিয়ে আসতে হবে।

সূর্যসেন হল অ্যালামনাই'র সহযোগিতায় হলের ৫০ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসকেবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।