রোববার (৫ মে) হলের সম্মুখভাগে এ ম্যুরাল উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একই সঙ্গে উপাচার্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ৩৩টি ডাস্টবিন প্রদান ও হলে বিশুদ্ধ পানির জন্য ১৯ টি যন্ত্রেরও উদ্বোধন করেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্যরা হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের প্রাণ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে তাদেরকে আরো বেশি বেশি এগিয়ে আসতে হবে।
সূর্যসেন হল অ্যালামনাই'র সহযোগিতায় হলের ৫০ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসকেবি/এমএইচএম