ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রলিক হর্ন অপসারণে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ৮, ২০১৯
শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রলিক হর্ন অপসারণে অভিযান অটোরিকশা থেকে হাইড্রলিক হর্ন খুলে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: শব্দ দূষণ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে হাইড্রলিক হর্ন অপসারণে অভিযান চালিয়েছে ট্রাফকি বিভাগ। 

বুধবার (০৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কাউতলী মোড়, টি এ রোড, ফকিরাপুল, কোর্টরোড, কুমারশীল মোড়সহ বেশ কয়েকটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় যত্রতত্র হর্ন বাজানোর দায়ে এবং শব্দ দূষণের প্রকোপ কমাতে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চায়না বিশেষায়িত হাইড্রলিক হর্নগুলি অপসারণ করা হয়।

কয়েকজন পথচারী বাংলানিউজকে জানান, অতিরিক্ত শব্দ দূষণের কারণে তাদের রাস্তা দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হয়। প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে হাইড্রলিক হর্ন বাজানোর ফলে শ্রবণ শক্তি নষ্ট হচ্ছে। তাই তাদের সবার দাবি নিয়মিত অভিযান দিয়ে হাইড্রলিক হর্ন অপসারণ করা হোক।

জেলা ট্রাফিক পরিদর্শক আহমদ নূর বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে শহরবাসী এই হাইড্রলিক হর্নের কারণে দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে এ অভিযান পারিচালিত হয়েছে। সেইসঙ্গে হাসপাতাল এলাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ যত্রতত্র হর্ন না বাজাতে চালকদের সচেতন করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।