ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ৮, ২০১৯
পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার শিবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রতন (২৮) ও একই গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহেল রানা (৩০)।

 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বাংলানিউজকে জানান, কুশারপাড়া থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন রতন ও রানা। পথে শিবপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।