ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউনানি ডাক্তারের অ্যালোপ্যাথিক চিকিৎসা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, মে ৮, ২০১৯
ইউনানি ডাক্তারের অ্যালোপ্যাথিক চিকিৎসা!

মানিকগঞ্জ: মানিকগঞ্জে এক ইউনানি চিকিৎসক অ্যালোপ্যাথিক ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ মে)  বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এ জরিমানা করেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মানিকগঞ্জ ওয়ারলেস গেইল এলাকায় সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এসময় সেখানে কর্মরত ইউনানি চিকিৎসক শামীম হোসেন অ্যালোপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এদিকে সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করে করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।