ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লাইসেন্স চেক করতে গিয়ে পাওয়া গেলো দেশীয় মদ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ১১, ২০১৯
লাইসেন্স চেক করতে গিয়ে পাওয়া গেলো দেশীয় মদ! আটক ব্যক্তিরা ও মদের বোতল। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: প্রকাশ্যে দিনের আলোতেই সিএনজিচালিত অটোরিকশা ভরে নেত্রকোণা থেকে মদন উপজেলায় দেশীয় মদ নিয়ে যাচ্ছিলো মাদক বিক্রেতা মন্টু রবি দাস ও চালক মোফাজ্জল মিয়া।

বিক্রির উদ্দেশে শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে মদ নিয়ে যাওয়ার সময় শহরের অজহর রোডে তাদের আটক করে জেলা ট্রাফিক পুলিশ।

মাদক বিক্রেতা মন্টু মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের বীণাচরন দাসের ছেলে ও মোফাজ্জল মোঘল চাঁনের ছেলে।

আটকের সময় ট্রাফিক সার্জেন্ট মো. শফিকুল ইসলাম তল্লাশি চালিয়ে ৩৮ লিটার দেশীয় মদসহ অটোরিকশাটি জব্দ করেন।

বাংলানিউজকে সার্জেন্ট শফিকুল জানান, লাইসেন্স চেক করার জন্য অটোরিকশাটিকে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে চালক। পরে পেছনে ধাওয়া করে তাদের আটক করা হয়। অটোরিকশা কিংবা চালক কারো লাইসেন্স পাওয়া যায়নি।

এসময় নাকে মদের দুর্গন্ধ আসে। সন্দেহ থেকে তল্লাশি চালিয়ে দেখা যায় কোমল পানীয়ের বোতলে ভরা মদ। জব্দকৃত মদ ও সিএনজিসহ মাদক বিক্রেতাদের নেত্রকোণা মডেল থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।