ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ার জেরে নারী খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৯
ফুলবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ার জেরে নারী খুন

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জের ধরে সালমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার (১১ মে) দুপুরে এ ঘটনায় স্থানীয় থানায় একটি হত্যা মামলা করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, পাওয়া টাকা নিয়ে বিরোধের জের ধরে আব্দুস সালাম নামে একব্যক্তি শুক্রবার রাতে উপজেলার শিবগঞ্জ এলাকায় ছুরিকাঘাতে সালমাকে হত্যা করে।  

এসময় তার সঙ্গে থাকা আত্মীয় দুদু মিয়া আহত হয়।

তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের বোন সাহিদা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামি করে এ ঘটনা একটি মামলা করেছেন।

এ ঘটনায় জাহিদ নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে বরে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।