বিশেষ করে বৌদ্ধ মন্দিরসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়গুলোকে সুরক্ষিত রাখতে সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দশনা দিয়েছে পুলিশ সদর দফতর।
শনিবার (১১ মে) রাতে পুলিশ সদর দফতর থেকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এমন নির্দেশনার কথা জানিয়েছে।
এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালাবে পুলিশ। এছাড়া স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও জনগণের সঙ্গে পরামর্শ করে নিরাপত্তা পরিকল্পনা সাজাতে বলা হয়েছে।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ও স্থানীয় ভলানটিয়ারদের সহায়তা নিতেও পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) সোহেল রানা বাংলানিউজকে বলেন, আসন্ন বৌদ্ধ পূর্ণিমা উদযাপনে কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে বলা হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপনের স্বার্থে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া কথা জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, মে ১১, ২০১৯
পিএম/এমজেএফ