ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তানিয়াকে ধর্ষণ-হত্যার বিচার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, মে ১৪, ২০১৯
তানিয়াকে ধর্ষণ-হত্যার বিচার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন মানববন্ধন

জয়পুরহাট: চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও জেলা ছাত্র ফ্রন্ট। 

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এসব কর্মসূচি পালিত হয়।  

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

এ সময় বক্তারা বলেন-সম্প্রতি দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ধর্ষকদের আটক করে জেলেও দিচ্ছে। এরপরও থামছে না ধর্ষণের ঘটনা। এসব ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আশা করা যায় এসব ঘটনা কমে আসবে।  

বাংলাদেশ সময়: ২৯৪৫ ঘন্টা, ১৩ মে, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।