ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ১৭, ২০১৯
সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ  

সাতক্ষীরা: সাতক্ষীরায় সুমাইয়া খাতুন (১৯) নামে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব হোসেনের বিরুদ্ধে। 

শুক্রবার (১৭ মে) ভোরে শহরের কামালনগরে এ ঘটনা ঘটে।  

সুমাইয়া খাতুন কামালনগর এলাকার সাকিব হোসেনের স্ত্রী ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মঞ্জুরুল সরদারের মেয়ে।

 

নিহতের খালা ফাতেমা তুজ জোহরা বাংলানিউজকে জানান, দেড় বছর আগে সুমাইয়ার সঙ্গে শহরের কামালনগর এলাকার সাকিব হোসেনের বিয়ে হয়। তাদের ৬ মাসের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে প্রায়ই সুমাইয়াকে মারধর করতো সাকিব। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে মারধরের একপর্যায়ে সুমাইয়ার মৃত্যু হয়। পরে সাকিব সুমাইয়ার মরদেহ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়।  

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) কিশোর কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।