ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জলাবদ্ধতা নিরসনে কালশী-বাউনিয়ায় পাইপ ড্রেন নির্মাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, মে ১৮, ২০১৯
জলাবদ্ধতা নিরসনে কালশী-বাউনিয়ায় পাইপ ড্রেন নির্মাণ ড্রেন পরিদর্শনে ডিএনসিসি মেয়ার আতিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: জলাবদ্ধতা নিরসনে কালশী থেকে বাউনিয়া এলাকা পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে এক হাজার ১৮৮ মিটার দীর্ঘ এই বাইপাস ড্রেন নির্মাণ করা হচ্ছে। 

শনিবার (১৮ মে) দুপুরে কালশী এলাকায় ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনে যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।  

পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র আতিকুল বলেন, ইতোমধ্যে এই ড্রেন নির্মাণের প্রায় শতকরা ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

আর এক সপ্তাহের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে। এই ড্রেনের নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার জলাবদ্ধতা ৮০ শতাংশ কমে যাবে।  

ডিএনসিসি সূত্রে জানা যায়, কালশী তথা সাংবাদিক প্লটের এই খাল থেকে ড্রেনেজ লাইন নির্মাণের দায়িত্ব মূলত ঢাকা ওয়াসার। তবে মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ডিএনসিসি থেকে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে।  

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।