শনিবার (১৮ মে) দুপুরে কালশী এলাকায় ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনে যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র আতিকুল বলেন, ইতোমধ্যে এই ড্রেন নির্মাণের প্রায় শতকরা ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, কালশী তথা সাংবাদিক প্লটের এই খাল থেকে ড্রেনেজ লাইন নির্মাণের দায়িত্ব মূলত ঢাকা ওয়াসার। তবে মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ডিএনসিসি থেকে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসএইচএস/এমএ