ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘নদীভাঙন রোধে আগে নদীশাসন করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, মে ১৮, ২০১৯
‘নদীভাঙন রোধে আগে নদীশাসন করতে হবে’ বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। ছবি: বাংলানিউজ

বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, সরকার নদীভাঙন রোধে কাজ করছে। নদীর তীরে ভাঙন রোধ করতে আগে নদী খনন ও নদীশাসন করতে হবে।

শনিবার (১৮ মে) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশায় এক সমাবেশে তিনি একথা বলেন।

এর আগে, দুর্গাপাশা ও বাউফলের ধুলিয়া এলাকার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

 

সমাবেশে কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, বাকেরগঞ্জের দুর্গাপাশা ও বাউফলের ধুলিয়ায় তেতুলিয়া নদীর নদীভাঙন রোধে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি এখন পরিকল্পনা কমিশনে রয়েছে।  

তিনি বলেন, যেসব এলাকায় নদীভাঙন বেশি, সেখানে বর্ষার আগেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।