শনিবার (১৮ মে) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশায় এক সমাবেশে তিনি একথা বলেন।
এর আগে, দুর্গাপাশা ও বাউফলের ধুলিয়া এলাকার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
সমাবেশে কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, বাকেরগঞ্জের দুর্গাপাশা ও বাউফলের ধুলিয়ায় তেতুলিয়া নদীর নদীভাঙন রোধে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি এখন পরিকল্পনা কমিশনে রয়েছে।
তিনি বলেন, যেসব এলাকায় নদীভাঙন বেশি, সেখানে বর্ষার আগেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এমএস/একে