মাগুরা: মাগুরায় শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড শুনানি হয়নি। রোববার (০৯ মার্চ) আসামিদেরকে আদালতে হাজির করে এই শুনানি হওয়ার কথা ছিল।
আসামিরা মাগুরা জেলা কারাগারে আটক রয়েছেন।
মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সকাল থেকেই মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষুদ্ধ ছাত্রজনতা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করায় নিরাপত্তাজনিত কারণে আসামিদের আদালতে হাজির করা যায়নি।
নিয়ম অনুযায়ী রোববার আদালতে হাজির করে তাদের রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে তা করা সম্ভব হয়নি-বলেন এই পুলিশ কর্মকর্তা।
বোনের বাড়িতে বেড়াতে এসে বুধবার (০৫ মার্চ) রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় আট বছর বয়সী এক শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়। তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসকেরা। তবে, তার অবস্থা বেশ গুরুতর হওয়ায় তাকে ঢাকা সিএমএইচ এ নিয়ে লাইভ সাপোর্টে রাখা হয়েছে।
ওই ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (০৬ মার্চ) ধর্ষিতার বোনের শ^শুর হিটু শেখ (৪৭) পুলিশের হাতে আটক হন। পরে আটক হন ধর্ষিতার বোনের স্বামী সজিব শেখ (২২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৯) ও শাশুড়ি জাহেদা বেগম (৪২)।
এ বিষয়ে ধর্ষণের শিকার শিশুর মা আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রোববার রিমান্ড শুনানির জন্য তাদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্টে আদালতে হাজির করার কথা ছিল।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ০৯ মার্চ ২০২৫
এসএইচ