ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নতুন কর্মস্থলে যোগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মে ২০, ২০১৯
নতুন কর্মস্থলে যোগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী দপ্তরে এলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান

ঢাকা: নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। প্রথমে তিনি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন।

সোমবার (২০ মে) পুরনো কর্মস্থল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন মন্ত্রণালয় তথ্যে আসেন প্রতিমন্ত্রী।

দপ্তরে এলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, মিজান-উল-আলম, যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।  

রোববার (২০ মে) এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তার দপ্তর বদলে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এছাড়া আইসিটি ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৯
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ