রোববার (২৬ মে) বেলা ১২টার দিকে ওই কলেজে ৪তলা ভবন নিমার্ণে অনিয়মের অভিযোগে তুলে মানববন্ধন শেষে নির্মাণ কাজ বন্ধ করে দেয় শিক্ষার্থী।
শিক্ষার্থী, কলেজ অফিস ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজে একাডেমিক ভবনের জন্য শিক্ষা প্রকৌশলী অধিদফতরের আওতায় ৪তলা একটি ভবন নির্মাণে দরপত্র আহ্বান করে সরকার।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, কাজটিতে শুরু থেকে অনিয়ম হচ্ছে। নিম্নমানে ইট, বালু, সিমেন্ট, রড় ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো সুফল পাননি। ফলে রোববার ওই কলেজে ৪তলা ভবন নির্মোণে অনিয়মের অভিযোগে তুলে ক্যাম্পাসে মানববন্ধন শেষে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা যুবলীগ সভাপতি ঠিকাদার রাশেদুল ইসলাম সুইট বাংলানিউজকে বলেন, নিয়ম মেনেই কাজ হচ্ছে। কাজটিতে শুরু থেকে অহেতুক বাধা দিয়ে আসছে কলেজের লোকজন। কলেজের প্রতিষ্ঠাতার দোকান থেকে সিমেন্ট ও রড় না কেনায় মিথ্যা অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে।
বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের অধ্যক্ষ মোস্তফিজার রহমান বসুনিয়া বলেন, শুরু থেকেই ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন দফতরে অভিযোগ করলেও বন্ধ হয়নি অনিয়ম। ফলে মানববন্ধন শেষে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।
কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা কাজটি বন্ধ করে দিয়েছে বলে শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এসএইচ