সোমবার (২৭ মে) বিকেলে উপজেলার মাকিষবাথান এলাকায় এ মারামারি হয়।
বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার প্রহলাদ বিশ্বাস বাংলানিউজকে জানান, মাকিষবাথান এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় রেলক্রসিং নামিয়ে দেওয়া হয়।
পরে পৌরসভার অন্য কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী প্রকৌশলী নাজির কাওসার, গেটম্যান জামাল ও আসাদুলকে পৌরসভায় ধরে নিয়ে যান। রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নির্বাহী প্রকৌশলী ও গেটম্যানদের উদ্ধার করে স্টেশনে পৌঁছে দেয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়। ঘটনার সময় দ্রুতযান, কালিয়াকৈর প্রমোটর (ডেমু), সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ চারটি ট্রেন আটকা পড়ে থাকে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মজুমদার বাংলানিউজকে জানান, রেলওয়ে ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রেলওয়ের এক প্রকৌশলী ও গেটম্যানকে ধরে নিয়ে যান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাদের উদ্ধার করে স্টেশনে পৌঁছে দেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান জানান, পৌরসভার অফিসার আরিফ হোসেনের মোটরসাইকেলটি রেলওয়ের লোকজন ট্রেনের নিচে ফেলে দেন। পরে জনতা তাদের পৌরসভায় নিয়ে যায়। এরপর পুলিশ পৌরসভা থেকে তাদের থানায় নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, মে ২৭, ২০১৯
আরএস/এইচএ/