ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে রেলওয়ে ও পৌরসভার কর্মকর্তাদের হাতাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, মে ২৮, ২০১৯
গাজীপুরে রেলওয়ে ও পৌরসভার কর্মকর্তাদের হাতাহতি

গাজীপুর: রেলক্রসিংয়ে গেট নামিয়ে দেওয়ার পরও মোটরসাইকেল নিয়ে তা পার হওয়ার চেষ্টার জের ধরে গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের তিন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পৌরসভার এক কর্মকর্তার হাতাহাতি ও মারামারি হয়েছে। এর জেরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। 

সোমবার (২৭ মে) বিকেলে উপজেলার মাকিষবাথান এলাকায় এ মারামারি হয়।  

বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার প্রহলাদ বিশ্বাস বাংলানিউজকে জানান, মাকিষবাথান এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় রেলক্রসিং নামিয়ে দেওয়া হয়।

এ সময় আরিফ হোসেন নামে কালিয়াকৈর পৌরসভার এক অফিসার নিয়ম ভেঙে মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন। তখন ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের নির্বাহী প্রকৌশলী নাজির কাওসার ওই অফিসারকে ক্রসিং পার হতে বাঁধা দেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তখন ট্রেন চলে এলে মোটরসাইকেলটি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়।  

পরে পৌরসভার অন্য কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী প্রকৌশলী নাজির কাওসার, গেটম্যান জামাল ও আসাদুলকে পৌরসভায় ধরে নিয়ে যান। রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নির্বাহী প্রকৌশলী ও গেটম্যানদের উদ্ধার করে স্টেশনে পৌঁছে দেয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়। ঘটনার সময় দ্রুতযান, কালিয়াকৈর প্রমোটর (ডেমু), সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ চারটি ট্রেন আটকা পড়ে থাকে।  

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মজুমদার বাংলানিউজকে জানান, রেলওয়ে ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রেলওয়ের এক প্রকৌশলী ও গেটম্যানকে ধরে নিয়ে যান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাদের উদ্ধার করে স্টেশনে পৌঁছে দেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

এ ব্যাপারে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান জানান, পৌরসভার অফিসার আরিফ হোসেনের মোটরসাইকেলটি রেলওয়ের লোকজন ট্রেনের নিচে ফেলে দেন। পরে জনতা তাদের পৌরসভায় নিয়ে যায়। এরপর পুলিশ পৌরসভা থেকে তাদের থানায় নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, মে ২৭, ২০১৯
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।