ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে অপরিণত শিশুর ভ্রুণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৯
ঝালকাঠিতে অপরিণত শিশুর ভ্রুণ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠিতে অপরিণত শিশুর (ফিটাস) ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে শহরের সুগন্ধা নদী তীরের লিচুতলা এলাকা থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা, অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে ভ্রুণটি ফেলে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে শহরের লিচুতলা এলাকায় একটি ব্যাগের ভেতর ভ্রুণটি দেখতে পেয়ে পুলিশে খবর খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে।

ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, উদ্ধার হওয়া ভ্রুণটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এমএস /ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।