ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে জেনারেল হারপাল সিংয়ের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ১, ২০১৯
সেনাপ্রধানের সঙ্গে জেনারেল হারপাল সিংয়ের সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পাশে জেনারেল হারপাল সিং। ছবি: সংগৃহীত

ঢাকা: সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হারপাল সিং।

গত বৃহস্পতিবার (৩০ মে) সেনাবাহিনী সদর দফতরে সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তের ‘বর্ডার রোড প্রজেক্টে’ কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন।  

এ ‘বর্ডার রোড প্রজেক্ট’ বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে বলে আশাপ্রকাশ করেন তারা।

শনিবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।