ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফিরোজের হাত হারানোর পেছনে দায়ীদের শাস্তি চায় সহপাঠীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
ফিরোজের হাত হারানোর পেছনে দায়ীদের শাস্তি চায় সহপাঠীরা

রাজশাহী: দুই বাসের চাপায় রাজশাহী কলেজছাত্র ফিরোজ সরদারের হাত বিচ্ছিন্নের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার (২৯ জুন) দুপুর ১২টা থেকে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তার সহপাঠীরা।
  
মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমানসহ ফিরোজের বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন।

কর্মসূচি চলাকালে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ওই কলেজছাত্র ফিরোজের সু-চিকিৎসার দাবি জানানো হয়।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মহানগরের উপকণ্ঠে থাকা কাটাখালী এলাকায় দুই বাসের চাপায় বাহু থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় ফিরোজের।  

দুর্ঘটনার পর আহত ফিরোজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ওয়ার্ডেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ডান হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এখনও মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।