ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক কূটনীতিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
সাবেক কূটনীতিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ঢাকা: মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা আত্মসাতের অভিযোগে কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সাবেক কাউন্সিলর মো. মাকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৪ জুলাই) কমিশন সভায় ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, মাকসুদ খানের বিরুদ্ধে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।

প্রণব ভট্টাচার্য্য বলেন, ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাকসুদ খান কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট তৈরির দায়িত্বে ছিলেন। তখন তিনি ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করেছেন। যা দুদকের অনুসন্ধান ও তদন্তে প্রমাণ মিলেছে।  

তার বিরুদ্ধে চার্জশিট দুদকের কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএমএকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।