বৃহস্পতিবার (০৪ জুলাই) কমিশন সভায় ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, মাকসুদ খানের বিরুদ্ধে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।
প্রণব ভট্টাচার্য্য বলেন, ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাকসুদ খান কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট তৈরির দায়িত্বে ছিলেন। তখন তিনি ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করেছেন। যা দুদকের অনুসন্ধান ও তদন্তে প্রমাণ মিলেছে।
তার বিরুদ্ধে চার্জশিট দুদকের কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএমএকে/এমএ