ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ১

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ নজরুল ইসলাম (৩৪) নামে এক যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। 

শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে আগমনী ক্যানোপি-১ থেকে তাকে আটক করা হয়।  

আর্মড পুলিশ জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফেনাইকুনা (ফড়িগ্রাম) গ্রামের মৃত হোসেন মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম।

কুয়েত এয়ারের একটি বিমানে (কে ইউ ২৮৩) ভোরে তিনি ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে আগমনী ক্যানেপি-১ এ অবস্থান নেয় আর্মড পুলিশের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩৭৩ কার্টন ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেট তিনি দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন।  

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটক নজরুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।