ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের আধাবেলা হরতাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের আধাবেলা হরতাল হরতাল চলছে-ছবি:শাকিল আহমেদ বাংলানিউজ

ঢাকা: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতাল পালন করছে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।  

রবিবার (৭ জুলাই) সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হচ্ছে।  


বাম গণতান্ত্রিক জোটের অন্যতম সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে।

অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বামজোটের হরতাল।  

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম জোটের এই হরতালে ইতিমধ্যে বিএনপি, গণফোরাম,  জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(বাংলাদেশ ন্যাপ), নাগরিক ঐক্য নৈতিক সমর্থন জানিয়েছে।  

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা এটিই হবে আওয়ামী লীগ সরকারের তৃতীয়  মেয়াদের প্রথম হরতাল।   

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি সব ধরনের গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বৃদ্ধি করেছে। যার ফলে এক বার্নারের গ্যাসের চুলায় ৯২৫ টাকা এবং দুই বার্নারের চুলার জন্য ৯৭৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে।


বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯।  
আরকেআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।