রোববার (৭ জুলাই) সকাল ৯টার দিকে শহর ও মহাসড়কের বেশ কয়েকটি স্থান ঘুরে এমন চিত্রই দেখা যায়।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।
এছাড়া ঢাকা-বগুড়া মহাসড়কেও চলতে দেখা যায় দূরপাল্লার বিভিন্ন যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সব ধরনের যান চলাচলই বাড়তে থাকে।
শহরের ঠনঠনিয়ায় অবস্থিত আন্তঃজেলা কোচ টার্মিনাল ও চারমাথার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস ছেড়ে যায় অন্যদিনের মতোই। দূর-দূরান্ত থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোও টার্মিনালে প্রবেশ করতে দেখা যায়।
এদিকে সকাল থেকেই শহরের দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করে ব্যবসায়ীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সবকিছু স্বাভাবিক হতে থাকে।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এমবিএইচ/এসএ