ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রিফাত হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
রিফাত হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার বাম থেকে রিফাত ফরাজী ও উদ্ধার হওয়া রামদা। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনা সরকারি কলেজের কলা ভবনের পাশে ক্যান্টিন সংলগ্ন ডোবা থেকে রিফাত শরীফকে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করেছে পুলিশ।

রিমান্ডে থাকা রিফাত ফরাজীর স্বীকারোক্তির পর সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রামদাটি উদ্ধার করা হয়।

বরগুনার অতিরক্তি পুলিশ সুপার মো. শাহ্জাহান জানান, রিফাত ফরাজী সাত দিনের রিমান্ডে রয়েছেনে।

তার স্বীকারোক্তি অনুযায়ী একটি রামদা উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ন কবীর জানান,
রিফাত হত্যা মামলায় ১২ জন আসামির মধ্যে এ পর্যন্ত সন্দেহভাজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক নম্বর আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছয় জন।

এছাড়া আরিয়ান শ্রাবণ নামে সন্দেহভাজন আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে।

২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।

** রিফাত হত্যার ঘটনায় আরও এক জন গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।