ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন কেজির দধিতে এক কেজিই কম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
তিন কেজির দধিতে এক কেজিই কম! দধির সংগৃহীত ছবি

বরিশাল: ওজনে কম দেওয়ায় বরিশালের গৌরনদীতে তিন মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৮ জুলাই) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে ওই এলাকার সাহা মিষ্টান্ন ভান্ডার, দীলিপ কুমার মিষ্টান্ন ভান্ডার এবং ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কম দেওয়ায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন সাংবাদিকদের জানান, বাসস্ট্যান্ডের সাহা মিষ্টান্ন ভান্ডার, দীলিপ কুমার মিষ্টান্ন ভান্ডার এবং ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে তিন কেজির প্রতিটি দধির হাঁড়িতে এক কেজি করে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।  

অভিযানে বিএসটিআই’র পরিদর্শক জহুরুল ইসলাম ও মহসিন রাব্বানীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।