সোমবার (০৮ জুলাই) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে ওই এলাকার সাহা মিষ্টান্ন ভান্ডার, দীলিপ কুমার মিষ্টান্ন ভান্ডার এবং ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কম দেওয়ায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন সাংবাদিকদের জানান, বাসস্ট্যান্ডের সাহা মিষ্টান্ন ভান্ডার, দীলিপ কুমার মিষ্টান্ন ভান্ডার এবং ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে তিন কেজির প্রতিটি দধির হাঁড়িতে এক কেজি করে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
অভিযানে বিএসটিআই’র পরিদর্শক জহুরুল ইসলাম ও মহসিন রাব্বানীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমএস/জেডএস