বরগুনা: বরগুনার বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের ১৫ জন অসচ্ছল নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বেতাগী প্রেসক্লাব মিলনায়তনে ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কালের কণ্ঠ বেতাগী উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীর সঞ্চালনায় বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন খানের সভাপতিত্বে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. এনায়েত করিম।
এসময় বিশেষ অতিথি বসুন্ধরা শুভসংঘের বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল-আমিন ও প্রশিক্ষক মোসা. মাহিনুর বেগম উপস্থিত ছিলেন।
সেলাই প্রশিক্ষণে বেতাগী উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্ত, অসহায়, অতিদরিদ্র ও অসচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ নিতে আসা মুন্নি বলেন, ‘আমি একজন বিধবা নারী। বসুন্ধরা শুভসংঘ যাচাই-বাছাই করে আমার নামটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এজন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সোনিয়া বলেন, আমি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সেলাই মেশিন দিয়ে গ্রামের মানুষের জামা কাপড়সহ অন্যান্য পোষাক তৈরি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।
প্রশিক্ষক মোসা. মাহিনুর বেগম বলেন, প্রশিক্ষণ নিতে আসা নারীদের হাতে কলমে ৩৫টি আইটেমে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. এনায়েত করিম বলেন, প্রশিক্ষণে অংশ নিয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। এটা একটি মহতিপূর্ণ কাজ এবং বসুন্ধরা শুভসংঘের এই কাজ অভিনন্দন জানাই।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এসআরএস