সোমবার (৮ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন।
রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে শ্রাবণকে গ্রেফতার করে পুলিশ।
রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, গ্রেফতার শ্রাবণকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত শ্রাবণের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসআরএস