ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিফাত হত্যা: আরো একজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
রিফাত হত্যা: আরো একজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর আরিয়ান শ্রাবণ

বরগুনা: রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার আরিয়ান শ্রাবণের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৮ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন।

রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে শ্রাবণকে গ্রেফতার করে পুলিশ।

তবে তদন্তের স্বার্থে তাকে কখন কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, গ্রেফতার শ্রাবণকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত শ্রাবণের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।