ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফ্যাশন হাউস পরিদর্শনে রানী মেক্সিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
গাজীপুরে ফ্যাশন হাউস পরিদর্শনে রানী মেক্সিমা ফ্যাশন হাউস পরিদর্শন শেষে ঝর্নার সঙ্গে রানী মেক্সিমা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: নেদারল্যান্ডের রানী মেক্সিমা গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি ফ্যাশন হাউস পরিদর্শন করেছেন।

বুধবার (১০ জুলাই) বিকেলে ঝর্ণা ইসলাম নামে এক নারীর মালিকানাধীন ঝর্ণা ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউস নামে একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।  

জানা গেছে, কয়েক বছর আগে নেদারল্যান্ডের রানী মেক্সিমা গাজীপুরে এক পোশাক কারখানায় একটি অনুষ্ঠানে যোগ দেন।

সেখানে ঝর্ণা নামে ওই নারীর কাজ দেখে তিনি পছন্দ করেন। এরপর ঝর্ণার মালিকানাধীন ঝর্ণা ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউস পরিদর্শন করতে বিকেলে তিনি টঙ্গীতে আসেন। এ সময় তিনি ঝর্ণার সঙ্গে কথা বলেন। প্রতিষ্ঠানের পরিবেশ ও ঝর্ণার সফলতা দেখে মুগ্ধ হন রানী মেক্সিমা।  

এ সময় ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

রানীর আগমণ উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব) ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো টঙ্গী এলাকায় নিরাপত্তা জোরদার করেন। গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রাখেন টঙ্গীর দত্তপাড়া এলাকা।  

ঝর্ণা ইসলাম বলেন, রানী মেক্সিমা কারখানার পরিবেশ ও তার (ঝর্ণার) সফলতা দেখে মুগ্ধ হন। এছাড়া একটি ফ্লোরে কাপড় তৈরি করতে যা লাগে সেগুলো দেওয়ার আশ্বাস দেন এবং তার (ঝর্ণার) সফলতাকে সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানের খোঁজ খবর নেন রানী মেক্সিমা।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।