ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমা‌ন্তে গু‌লি‌বিদ্ধ ভারতীয় রাখাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
সাতক্ষীরা সীমা‌ন্তে গু‌লি‌বিদ্ধ ভারতীয় রাখাল আটক

সাতক্ষীরা: ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনীর (বিএসএফ) তাড়া খে‌য়ে বাংলা‌দে‌শে প্র‌বেশ করা গু‌লি‌বিদ্ধ এক ভারতীয় গরু রাখাল‌কে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশের (বি‌জি‌বি) সদস্যরা।

রোববার (১৪ জুলাই) রাতে বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়ন সদর দপ্তর থে‌কে পাঠােনা এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আটক গরু রাখাল মফিজুল সরদার (২৩) ভার‌তের উত্তর চ‌ব্বিশ পরগণার স্বরূপনগ‌র থানার বড় বাকড়া গ্রা‌মের রজব আলী সরদারের ছে‌লে।



‌বি‌জি‌বি জানায়, রোববার দুপু‌রে ভারতীয় রাখাল ম‌ফিজুল সরদার সীমা‌ন্তের ৮/৪-এস নং পিলা‌রের কাছ দিয়ে চোরাই পথে একটি গরু নিয়ে শূন্য লাইন পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ দুবলিয়া ক্যাম্পের কর্তব্যরত টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে ওই রাখালকে আটকের জন্য বিএসএফ টহল দল ধাওয়া করে। বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে ভারতীয় রাখাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপি’র কর্তব্যরত টহলদল তা‌কে ওই এলাকা থেকে আটক করে।
 
‌বি‌জি‌বি আরও জানায়, আটক রাখালের শরীরে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।  

‌বি‌জি‌বির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।  

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।