ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানে আহতরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, ফেব্রুয়ারি ৩, ২০২৫
ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানে আহতরা

ঢাকা: সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা।

সেখানে তারা বিক্ষোভ করছেন।

আহতদের শান্ত করতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন।  

রাত সাড়ে ১২টার দিকে রমনা থানার (ওসি অপারেশন) আতিকুল ইসলাম খন্দকার এই তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে জুলাই অভ্যুত্থানে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবনে সামনে অবস্থান করছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কে পৌঁছালে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাধা পেয়ে সেখানেই সড়ক আটকে বিক্ষোভ করেন অভ্যুত্থানে আহতরা।

এর আগে, একই দাবিতে (সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি) গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আহতরা।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।