নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মোহাম্মদ ইউসুফ নৌপরিবহন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে চু্ক্তিভিত্তিক নিয়োগে ছিলেন।
গত বছরের ১০ নভেম্বর চুক্তিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পান মোহাম্মদ ইউসুফ।
'সরকারি চাকরি আইন, ২০১৮' এর ৪৯ ধারা অনুযায়ী দুই বছরের জন্য সাবেক এই আমলাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এমআইএইচ/জেএইচ