ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে অস্ত্র-গুলিসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
খিলগাঁওয়ে অস্ত্র-গুলিসহ আটক ৩ আটক তিনজন, ইনসাটে উদ্ধার হওয়া অস্ত্র-গুলি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় আটকদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার এবং মোট ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটক তিনজন হলেন-খান ফয়সাল, জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও জাহেদ আল আবেদীন ওরফে রুবেল।

শনিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

তিনি জানান, শুক্রবার (২৭ জুলাই) দিনগত রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানাধীন সিপাহীবাগের বায়তুল হুদা মসজিদ সংলগ্ন ফাইভ স্টার নিবাসের সামনে থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়।

আটক তিনজন চাঁদাবাজি ও হত্যার কাজে ভাড়ায় সন্ত্রাসী হিসেবে কাজ করতেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।